1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

আবাহনীতে হানুমা-জাদরান, মোহামেডানে হাফিজ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৭৫ বার দেখা হয়েছে

হানুমা, জাদরান ও হাফিজ


স্টাফ রিপোর্টার:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পর্দা উঠছে ১৫ মার্চ। এবারের আসরে প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে। শর্ত অনুযায়ী, দলগুলো বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করছে।

এবার চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডে খেলবেন ভারতীয় ব্যাটসম্যান হানুমা বিহারি ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। এছাড়া আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

হানুমা ও জাদরানের চুক্তি প্রসঙ্গে আবাহনীর ম্যানেজার মাসুম ইকবাল বলেন, ‘আমরা হানুমা-জাদরানের সঙ্গে কথা পাকাপাকি করেছি। তারা এবার খেলবে আমাদের দলে। জাদরানকে শুরু থেকেই পাব। তবে হানুমার খেলা নির্ভর করছে তার ফ্রি থাকার ওপর। সে যদি খেলে আমাদের এখানেই খেলবে।

এদিকে হাফিজের মোহামেডানে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সারওয়ার ইমরান। তিনি জানিয়েছেন, পাকিস্তানের এই তারকাকে শুরু থেকেই পাবে ক্লাবটি।

২০২০ সালের ডিপিএলে বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম তুলে নিয়েছিল। ওইবার করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। ২০২১ সালের টি-টোয়েন্টি সংস্করণেও ছিল না কোনো বিদেশি। এবার সেই সুযোগ থাকছে দলগুলোর সামনে।

১৪ মার্চ হবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। ২ ও ৩ মার্চ স্থানীয়দের নিয়ে দলবদল সম্পন্ন করেছে ক্লাবগুলো।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ থাকছে ভেন্যু হিসেবে। বিকল্প হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকেও রেখেছে সিসিডিএম।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury