আল-আমিন :
মানিকগঞ্জে ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
আজ সোমবার বেলা ১১ টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা আইনজিবী প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, এ্যাড: বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জী,সাংগঠনিক সম্পাদক কাজী শিউলী, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারন সম্পাদক রাজেদুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো: নাদিম হোসেন, সাধারন সম্পাদক আসিফ হোসেন শিশির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম, সাধারন সম্পাদক অহেদুল ইসলাম সজল সহ অন্যান্যরা সহ আরো অনেকেই।
সভায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় ৭ মার্চ জাতীয় দিবস পালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় ৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে। ওই ভাষণই এদেশের স্বাধীনতার মুলমন্ত্র। এর মাধ্যমে দেশ শত্রুমুক্ত হয়। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে হবে, তাদের মাঝে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।