1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

সম্পাদক পরিষদে মাহ্‌ফুজ আনাম সভাপতি,  দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৪৩ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স,
সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। সাধারণ সম্পাদক পদে এসেছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। গত রোববার ডেইলি স্টার ভবনে সম্পাদক পরিষদের সভায় সংগঠনের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংবাদপত্রের সম্পাদকদের এই সংগঠনের নতুন কমিটির সহসভাপতি হয়েছেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সহকারী সাধারণ সম্পাদক পদে এসেছেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। কোষাধ্যক্ষ পদে এসেছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
উল্লেখ্য, সম্পাদক পরিষদের এর আগের কমিটিরও সভাপতি ছিলেন মাহ্ফুজ আনাম। আর দেওয়ান হানিফ মাহমুদ ছিলেন আগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
সোমবার সন্ধ্যায় সম্পাদক পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার অনুষ্ঠিত সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত রিয়াজ উদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ২৫ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর অসুস্থতার কারণেই সম্পাদক পরিষদের গত ১৪ ডিসেম্বরের সভা স্থগিত করা হয়েছিল। ওই স্থগিত সভাই রোববার অনুষ্ঠিত হয়।
এদিকে সম্পাদক পরিষদের নতুন সদস্য হিসেবে আজকের পত্রিকা সম্পাদক গোলাম রহমান ও সহযোগী সদস্য হিসেবে সমকাল–এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির অন্তর্ভুক্তির বিষয়টিও গত রোববারের সভায় অনুমোদন দেওয়া হয়।
সভায় অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকাল–এর ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, আজকের পত্রিকা সম্পাদক গোলাম রহমান, ইনকিলাব সম্পাদক এ এইচ এম বাহাউদ্দিন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকাল–এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। সদস্যদের অনেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মাহ্‌ফুজ আনাম।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury