স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সুন্দরবন আনন্দ ভ্রমনের যাত্রা করেছে।
রবিবার বিকেলে ৪ টার দিকে স্থানীয় বিজয় মেলা মাঠের সামনে থেকে প্রেসক্লাবের ৪৬ জন সাংবাদিক ভাল্গনী পরিবহনে উঠে যাত্রা শুরু করে। এসময় সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হক, এনডিসি এবিএম আরিফুল হক।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে সাবেক সভাপতি ও মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সুরুজ খান, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ সভাপতি আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাবলু, সাবেক সহ সভাপতি মাহাবুব আলম জুয়েল,জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী,সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সহ সভাপতি এ্যাডঃ আমিনুল ইসলাম, মতিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন,জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি কাবুল উদ্দিন খান, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, সহ সম্পাদক রিপন আনসারী, সাবেক প্রচার সম্পাদক আরএস মঞ্জুর রহমান, প্রচার সম্পাদক খন্দকার সুজন হোসেন,ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন রিপন, সাবেক ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, কার্যকরী সদস্য আব্দুল মমিন, ইউসুফ আলী সহ অন্যান্যরা। আগামী ১৬ তারিখ সুন্দরবন থেকে মানিকগঞ্জের দিকে রওনা দেওয়ার কথা রয়েছে।
ভ্রমন শেষে সাংবাদিকরা নিরাপদে সুস্থতার সহিত যার যার বাড়ি ফিরতে পারে তার জন্য সকলের দোয়া কামনা করেন।