1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নাঈম শেখের সেঞ্চুরি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫৩৮ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স:

নিজের ব্যাটিংটা হচ্ছিল না ঠিকঠাক। ভুগছিলেন রানখরায়। জাতীয় দলেও অবস্থান নড়বড়ে। কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে নেমেই নাঈম শেখকে দেখা গেল ভিন্ন রূপে। আবাহনী লিমিটেডের ব্যাটিং বিপর্যয় সামলে হাঁকালেন দুর্দান্ত শতক।

মঙ্গলবার (১৫ মার্চ) ডিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবহনী মুখোমুখি হয় নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। টস হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে আবাহনী। নাঈম এক প্রান্ত আগলে রাখেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত তুলে নিলেন লিস্ট ‘এ’র পঞ্চম সেঞ্চুরি।

শরিফুল্লাহকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে চার মেরে ৯৫ থেকে যান ৯৯ রানে। পরের বলেই সিঙ্গেল নিয়ে দেখা পান সেঞ্চুরির। ১১৩ বলে ৯ চার ও ২ ছয়ে নাঈম স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

তার ব্যাটে ভর করে আবাহনী চ্যালেঞ্জিং স্কোরের পথে। অথচ দলটির শুরুটা ভালো ছিল না। মুনিম শাহরিয়ার-নাঈমের ওপেনিং জুটি থেকে আসে মাত্র ৩ রান। ব্যক্তিগত ১ রানে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন মুনিম। ক্রিজে এসে দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই ফেরেন জাকের আলী অনিক (৪), তৌহিদ হৃদয় (৭) ও নাজিবুল্লাহ জাদরান (৩)।

৪৮ রান না হতেই দলটি হারিয়ে ফেলে ৪ উইকেট। এক প্রান্তে যখন উইকেটের মিছিল, অন্য প্রান্ত আগলে রাখেন নাঈম। মোসাদ্দেকের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে প্রথমে প্রতিরোধ গড়েন। এরপর সালমান হোসেন পাটোয়ারীর সঙ্গে জুটি গড়ে যোগ করেন ৪১ রান। ৭৫ বলে দেখা পেয়েছিলেন হাফ সেঞ্চুরির। এরপর নাঈমের ব্যাটে রানের গতি বাড়ে। পরের ৫০ রান আসে ৩৮ বলে।

শেষ পর্যন্ত নাঈম থামেন ১৩২ বলে ১১৫ রান করে। ফরহাদ রেজার বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং অফে, আরিফুলের হাতে। নাঈম আউট হলেও দলকে একটা চ্যালেঞ্জিং ভিত এনে দিয়েছেন।

তার সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জ টাইগার্সকে ২৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় আবাহনী। ৯ উইকেটে হারিয়ে নির্ধারিত ওভার শেষ দলটির সংগ্রহ ২৫৫ রান। এ ছাড়া ৪০ রান করে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। ৩৭ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এ ছাড়া ২টি করে উইকেট নেন শরিফুল্লাহ ও ফরহাদ রেজা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury