এস এম আকরাম হোসেনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা যুবলীগের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
আজ ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাবুবুব আলম খান খালিদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব আলম সুমন,জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনি সহ অন্যান্যরা।
্
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী,জেলা যুবলীগ নেতা ফিরোজ আলম বাবু, সফিকুল ইসলাম সোহাগ, আল- রাফি, সুবল সাহা, সোহেলী রহমান, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুল হক শুভ সহ অনেকে।
এরআগে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
প্রধান অতিথি সুলতানুল আজম খান আপেল বলেন, আগের যে কোন সময়ের চেয়ে যুবলীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনকে এক যোগে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।তাহলে উন্নয়ন বজায় থাকবে।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।