সদর প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলায় শিশু ও তরুণদের বিনোদনের জন্য তেমন কোন স্থান নেই বললেই চলে।জেলা শহরের মানিকগঞ্জ পৌরসভায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি মাত্র পার্ক,যা মুক্তিযুদ্ধ শিশু পার্ক নামে পরিচিত।
রক্ষণাবেক্ষণের অভাবে সেটিরও বেহাল অবস্থা।বাহিরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোন স্থান।এছাড়া শিশু,তরুণ সহ মানিকগঞ্জ পৌরবাসির বিনোদন বা খেলাধুলার জন্য রয়েছে দুটি(২) খেলার মাঠ।একটি সরকারি দেবেন্দ্র কলেজ খেলার মাঠ এবং অপরটি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ।
কিন্তু কালের পরিক্রমে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বিজয় মেলার মাঠ নামে বেশি পরিচিত।সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে শিশু,তরুণরা সারাবছর খেলার সুযোগ পেলেও মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে(বিজয় মেলার মাঠে) সেই সুযোগটি থাকে না।বছরের প্রায় বেশিরভাগ সময় রাজনৈতিক,সরকারি প্রোগ্রাম লেগেই থাকে মা টিতে।
তাই এক প্রকার বাধ্য হয়েই অবসর সময় মোবাইল কিংবা কম্পিউটারে গেইম খেলে কাটাতে হয় শহরের শিশু,তরুণ-তরুণীদের।বঞ্চিত হচ্ছে তাদের বিনোদন অথবা খেলাধুলার অধিকার থেকে।