ফেসবুকে জানিয়েছেন আপনি তৃতীয় সংসারে স্বামীকে নিয়ে সুখী না। এ প্রসঙ্গে লাইভে ন্যান্সি বলেন—‘আসলে কেউ সুখী না। নারী জীবনের চড়াই উ বিষয়টি আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার স্বামীর সঙ্গে সুখী না বিষয়টি তা ঠিক নয়।’
কক্সবাজার থেকে ন্যানসি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভালো আছি। বেশ আছি। বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। আমরা এখানে দারুণ সময় কাটাচ্ছি।’
২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার আলো করে জন্ম নেয় রোদেলা। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। এ সংসারে জন্ম নেয় নায়লা। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি-জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি তার তৃতীয় বিয়ে।