এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরাঙ্গাখোলা সবুজ সংঘের উদ্যোগে ২৫ ও ২৬ মার্চ দুইদিন ব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আজ ২৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বরঙ্গাখোলা সবুজ সংঘ ও গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার বরাঙ্গাখোলা সবুজ সংঘ মাঠে ক্রীড়া প্রতিযগিতার উদ্ধোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট সাইদ হাসান চৌধুরী হিরো।
আগামী ২৬ মার্চ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নবগ্রাম ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী(সুহাস) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ড.মোহাম্মদ মাহফিল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাঙ্গাখোলা সবুজ সংঘের সভাপতি শেখ আসাদুজ্জামান আজম ও সঞ্চালনা করেন সবুজ সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (লিটন), সবুজ সংঘের সন্মানিত সদস্য সাদিক আল মেহেদী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাঙ্গাখোলা সবুজ সংঘের সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কবীর হোসেন, সহসভাপতি শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ খান, সার্বিক ক্রীড়া পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুর রহমান খান(বাবু),আকতার হোসেন খান,শাহজাহান মিয়া,জয়নাল আবেদীন,রেজাউল করিম কন্টু, মনোয়ার হোসেন ইদ্রিস,মোকছোদুল করিম,রফিক চৌধুরী, করিম মিয়া,আগুন মোল্লা,অন্তর মিয়া,হৃদয় হোসেন মোল্লা,তানভীর কবির,তারেক মিয়া,শাহিন খান,আশিকুর রহমান রাজু, আলী রেজা সহ আরো অনেকে।
আজ শুক্রবার প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী বালক,২৫ মিটার দৌড়, ব্যাঙ লাফ, প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী বালিকা,২৫ মিটার দৌড় ও ব্যাঙ লাফ, চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেণী বালক, ৫০ মিটার দৌড় ও ২৫ মিটার অংক দৌড়, চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেণী বালিকা, ৫০ মিটার দৌড় ও ২৫ মিটার অংক দৌড়, ৬ষ্ট শ্রেণী হতে অষ্টম শ্রেণি বালক,৮০ মিটার দৌড় ও মোরগ লড়াই, ৬ষ্ট শ্রেণী হতে অষ্টম শ্রেণি বালিকা,৮০ মিটার দৌড় ও ভারসাম্য দৌড়, নবম শ্রেণি হতে একাদশ শ্রেণী বালক,১০০ মিটার দৌড় ও ২০০ মিটার দৌড়, নবম শ্রেণি হতে একাদশ শ্রেণী বালিকা, ৮০ মিটার ভারসাম্য দৌড় ওমিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকাল ৪ টায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।