আল-আমিন:
মানিকগঞ্জে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বারের সাথে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে কলেজ এর বাংলা বিভাগের হল রুমে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার, মানিকগঞ্জ মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল),মানিকগঞ্জ, ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অপু মোহন্ত, অফিসার ইনচার্জ, মানিকগঞ্জ সদর থানা, মো. আঃ রউফ সরকার, সভাপতি, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, এম এ সিফাদ কোরাইশী সুমন, সাধারন সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, রাজিদুল ইসলাম, কাউন্সিলর, ৩নং ওয়ার্ড ও প্যানেল মেয়র, মানিকগঞ্জ পৌরসভা, তসলিম হৃদয়সহ আরও অনেকেই।
সভায় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের কয়েক শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।