মানিকগঞ্জে কাজী কেরামত হোসেন স্মৃতি ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সূর্যসেনা ক্লাব। আজ ২৯ মার্চ মঙ্গলবার রাতে জেলা শহরের উত্তর সেওতা এলাকায় সেওতা উদয়সেনার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সূর্যসেনা ক্লাব ঘিওর ব্লাড ডোনারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাশেষে চ্যাম্পিয়ন জুটিকে একটি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ জুটিকে দুটি স্মার্ট ফোন পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী সেওতা উদয়সেনা ক্লাবের সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেউথা মুকুল ফৌজের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ইকবাল মিয়া। সরকারী দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়সারের পরিচালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া সাইদ,কাজী মোস্তাক হোসেন দিপু, কাজী রাসেক উদ্দিন বিটু, ওবায়দুর রহমান পাভেল ও আসিফ ইকবাল রনি, কাজী নাদিম হোসেন টুয়েল, মোঃ নাছির উদ্দিন,মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন, ক্যারম প্রতিযোগিতার আহবায়ক কাজী জোনায়েদ হোসেন প্রতীক, সদস্য-কাজী ওবায়দুর রহমান অপু, শাহীন ইসলাম, তানজির আহাম্মেদ ও গোলাম মোস্তাকিম রাতিম প্রমুখ।
সেওতা উদয়সেনার উদ্যোগে আয়োজিত এই ক্যারম প্রতিযোগিতা শুরু হয় ১২ মার্চ। জেলার বিভিন্ন এলাকার ১৬টি ক্যারম দল নকআউট পদ্ধতির এই প্রতিযোগিতায় অংশ নেয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও
উদয়সেনা ক্লাবের সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু বলেন, আমার মরহুম পিতা এই ক্লাবের সভাপতি ছিলেন এবং জেলা ক্রীড়া সংস্থার কায্যনিবার্হী সদস্য ছিলেন। তত্বাবধায়ক সরকারের সময়ে ক্লাবটি উচ্ছেদ ও করোনার কারনে দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। ক্লাবের হারানো ঐতিয্য ফিরে পেতে নতুন উদ্বমে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।এরআগে ব্যান্ডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দুরে রাখতে এই খেলার আয়োজন।