মুক্তির প্রায় দুই সপ্তাহ পরেও ‘ট্রিপল আর’ সিনেমার বক্স অফিসে জয়রথ ছুটছেই। হাজার কোটি আয়ের পথে সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত সিনেমাটি মুক্তির এগারো দিনে আয় করেছে ৯২১.৮০ কোটি রুপি। চলতি সপ্তাহে এই আয় হাজার কোটি রুপি ছাড়াবে বলে বক্স অফিসে বিশ্লেষকদের ধারণা।
যদিও মুক্তির দ্বিতীয় সপ্তাহের চতুর্থ দিনে এসে আয় কিছুটা কমতে শুরু করেছে। এদিন ২০.৩৪ কোটি রুপি আয় করেছে ‘ট্রিপল আর’, যা আয়ের দিক থেকে আগের দিনের তুলনায় কম। দ্বিতীয় সপ্তাহের তৃতীয় দিনে সিনেমার আয় ছিল ৮০.৪০। এছাড়া প্রথম ও দ্বিতীয় দিনে যথাক্রমে ৪১.৫৩ এবং ৬৮.১৭ কোটি রুপি আয় করে এই সিনেমা।
এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা ইতোমধ্যে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। ‘টু পয়েন্ট জিরো’, ‘পিকে’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘সুলতান’, ‘সাঞ্জু’-এর মতো বক্স অফিসে সাড়া জাগানো সিনেমাগুলোকে পেছনে ফেলেছে এটি।
কোমারাস ভীমা ও আল্লুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।