পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেয়নি বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে বোলিংয়ে বাংলাদেশ শক্তিশালী ও সুগঠিত। তবে স্কোরবোর্ডে ২৭৮ রান উঠায় খুশি নন ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার তাইজুল ইসলাম। একাদশে ফেরা এই স্পিনার মনে করেন, রান একটু বেশি হয়ে গেছে। স্বাগতিকদের আরেকটু চাপে রাখতে পারলে আরো ২-৩ উইকেট পেতে পারত বাংলাদেশ।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘আমরা যদি আরও একটু কমে (রান) তাদেরকে রাখতে পারতাম…হয়তো বা তাদের আরও একটু চাপটা বেশি হতো। চাপটা যদি বেশি হতো তাহলে হয়তোবা দুই-একটা উইকেট পড়ার সুযোগ ছিল। আমার মনে হয় একটু বেশি রান হয়ে গেছে। সামান্য একটু।’
তবে উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক বলে দাবি করলেন বাঁহাতি স্পিনার। ‘উইকেটটা আসলে এই কন্ডিশনে, প্রথম এক ঘণ্টায় হেল্প ছিল। কিন্তু আস্তে আস্তে উইকেটটা ফ্লাট হয়ে যায়। আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে একটু স্টাম্পের বাইরে বা উপরে হলে রান হয়ে যায়। তাই লাইন ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।’
নতুন বলে প্রথম ১০ ওভারে ৪৬ রান তুলে নেয় প্রোটিয়ারা। প্রথম সেশনে ২৮ ওভারে রান ছিল ১০৭। সময় যত গড়িয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা হাত খুলে খেলেছে। উইকেটের চারপাশে ছিল বাউন্ডারির ফুলঝুরি। সব মিলিয়ে ৩৩ চার ও ১ ছক্কা এসেছে প্রথম দিন।
পরবর্তী দিনগুলোতে বোলারদের ওয়ার্কলোড আরও বাড়ানোর কথা জানিয়ে তাইজুল বলেছেন, ‘সবারই একটু চাপ নিয়ে শারীরিকভাবে বেশি পরিশ্রম করে কাজের ধারাবাহিকতা রাখতে হবে। এই উইকেটে একটু চ্যালেঞ্জ নিতেই হবে।’