1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

বাবরের এক নম্বর বোলার আফ্রিদি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শাহীন শাহ আফ্রিদি। সব ফরম্যাটেই তার দুর্দান্ত বিচরণ। তার মতো পরিশ্রমী ও প্রতিভাবান বোলারকে পেয়ে অভিভূত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সম্প্রতি টি-টোয়েন্টির বোলার র‌্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন আফ্রিদি। তাতে করে তিন সংস্করণেই বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি পেসার। তাকে দলে পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বাবর।

লাহোরে রোববার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘যেভাসে সে (শাহীন) কাজ ও পারফরম্যান্স করে, সে অনেক দূর (ক্যারিয়ারে) এগিয়ে যাবে। শাহীন আমার কাছে এক নম্বর বোলার। র‌্যাংকিংয়ের প্রথম দিকেও থাকবে সে।’

টেস্টে শাহীন ২৪ ম্যাচ খেলে ৯৫ উইকেট নিয়েছেন। এছাড়া ৩০ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৫৯টি। ৪০ টি-টোয়েন্টি খেলে ২২ বছর বয়সী পেসার ৪৭টি উইকেট পেয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়বার নিয়েছেন ৫ উইকেট।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury