এস এম আকরাম হোসেন ঃ
SOD এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মহন্ত, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী চোধুরী,সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক মোল্লা, জেলা ত্রান ওপুনর্বাসন কর্মকর্তা শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।