বিয়ের পরিকল্পনা করছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। তিনি নিজেও একজন অভিনেত্রী।বেশ কিছুদিন ধরেই ভারতের জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে প্রেম করছেন আথিয়া। চলতি বছরেই প্রেমিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে রাহুল ও আথিয়ার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। সুনীল শেঠির জন্ম ভারতের ম্যাঙ্গালুরুর তুলু ভাষাভাষি একটি পরিবারে। অন্যদিকে রাহুলও ম্যাঙ্গোলুরুর বাসিন্দা। তাই দক্ষিণ ভারতীয় রীতিতেই তাদের বিয়ে হবে। আথিয়া ও রাহুলের মা-বাবা এই বিয়েতে খুশি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় সেই বছর জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেছেন রাহুল ও আথিয়া।এছাড়া মেয়ের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেছেন, ‘আমরা সন্তানদের পাশাপাশি তারা যাদের সঙ্গে প্রেম করছে তাদেরও পছন্দ করি। তাদের অনেক ভালোবাসি। আমি মনে করি, কাজের চেয়ে জীবনে সুখী থাকাটাই এখন অনেক বেশি জরুরি। কারণ এটিই দিন দিন হারিয়ে যাচ্ছে।’