এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ এপ্রিল)বৃহস্পতিবার বাদ আসর অত্র বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিনের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক মাওলানা এবিএম মোজাম্মেলুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুর রফিক, এ.টি.এম মফিদুর রহমান, মোঃ আব্দুল হান্নান, মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কালাম আল আজাদ, এস.কে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম দেওয়ান, মাওলানা আবু দাউদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দোয়া মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।