মোঃ জাকারিয়া হোসেন, শিবালয়ঃ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপদে যাত্রী পারাপার শীর্ষক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। রোববার (২৪ এপ্রিল) শিবালয়ের পাটুরিয়া ঘাটের পদ্মা রিভার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
যাত্রী পারাপারে ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা এড়াতে এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট, আরিচা-কাজিরহাট নৌরুট, ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যাত্রী ভোগান্তি কমাতে ও যানজট এড়াতে নির্দেশনা প্রদান করেছে জেলা প্রশাসন।
জানা যায়, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যুক্ত হবে আরও দুটি নতুন ফেরি। এতে করে এই নৌরুটে ঈদে চলবে মোট ২১টি ফেরি।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন।
এছাড়াও বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, আনসার, নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ ও লঞ্চ মালিক সমিতি, স্পীডবোট মালিক সমিতি, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।