1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাস এখনও আছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

নুসরাত জাহান তনিমা ঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস এখনো রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করছি। টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে। করোনার সংক্রমণের হার এখন অনেক কম আছে। মৃত্যুর সংখ্যাও নেই বললেই চলে। তবে করোনা নিয়ে অবহেলা করা যাবে না। ঈদের সময় আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।  মাস্ক ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

আজ বুধবার বিকালে কর্নেল মালেক টাওয়ারে জেলা আওয়ামীলীগের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার বাড়ি দিয়েছেন। ইতিমধ্যে গৃহহীনদের ছয় লাখ বাড়ি দিয়েছেন। ভবিষ্যতে গৃহহীনদের এই বাড়ি আরও দেবেন।

ইফতার অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,  জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম,  যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury