দীপক সূত্রধর, সদর থানা প্রতিনিধিঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনও করোনা আছে, তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমরা কাজ কর্ম করতে পারচ্ছি।
সরকার সাফল্যের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে বাংলাদেশ ভালো আছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের প্রতিটি মন্ত্রনালয় দক্ষতার সাথে কাজ করছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে দুস্থ মানুষের মাঝে কাপর ও লুঙ্গি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মন্ত্রীর ব্যাক্তগত পক্ষ থেকে সদর ও সাটুরিয়া উপজেলার পাচ হাজার দুঃস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগ নেতা বাবুল সরকার, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি এ্যাডঃ আবু বকর সিদ্দিক খান তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশ সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরাদ কোরাইশী ইমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুদ রানা সহ অন্যান্যরা।