এস এম আকরাম হোসেনঃ
পুরানো সেই দিনের কথা,ভুলবি কিরে হায়,ও সেই চোখে দেখা,প্রাণের কথা, সে কি ভোলা যায় এই মানিকগঞ্জে এস.এস.সিঃ ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
আজ শুক্রবার (৬ মে) প্রাইমারী টিচার্স ইনস্টিটিউট ( পিটিআই) মাঠে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এস.এস.সিঃ ১৯৯২ব্যাচের উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, অহিদুল ইসলাম বিশ্বাস লুটাস, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান টুটুল, আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন খান, রোজিনা মাহমুদ রোজী, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম সাজু,শেফালী আক্তার, মুনসুর আলী, সেলিনা আক্তার, শাকিলা শারমিন,শামসুল আলম,আবুল হাসান খান, লুৎফর রহমান লেলিন, দেওয়ান সাজেদুল আলম তপন, এ্যাডঃ দিলীপ কুমার রাজবংশী, রিনা আক্তার, রোখসানা আক্তার লিজা, শাহানুর রহমান, এ্যাডঃ আতাউর রহমান, আমিনুর রহমান মুকুল সহ সকল বন্ধুরা।
এরপর এক এক করে বন্ধুদের স্মৃতি চারণ ও পরিচিতি পর্ব হয়। দুপুরের পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্র এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।