মোঃ মহিদ
মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকা থেকে অঞ্জলি মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ। অঞ্জলি মণ্ডল একই এলাকার অভিনাশ মণ্ডলের স্ত্রী। ওসি আব্দুল রউফ জানান, সকালের দিকে আউটপাড়ায় নিজ ঘরের পেছনে কাঁঠাল গাছে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলাও হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।