হরিরামপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক নসিমন মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চালা ইউনিয়নের চালা বাজারের পাশে সাব্বির হোসেনের বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালকের নাম এরশাদ মোল্লা (৩০) তিনি কামারঘোনা গ্রামের লালচাঁন মোল্লার ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, আজ সকাল ১১টার দিকে একটি ইট ভর্তি ট্রাক হরিরামপুর দিকে যাচ্ছিলো আর খালি একটি নসিমন যাচ্ছিলো ঝিটকার দিকে। এসময় ট্রাক ও নসিমন চালা বাজারের মসজিদের পাশে সাব্বিরের বাসার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাক চালক নিহতের মরদেহ ট্রাকের নিচ থেকে বের করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রাক ও নসিমন থানায় নিয়ে যায়।
এবিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম মুঠোফোনে জানান, সকালে ট্রাক নসিমন মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, ট্রাক চালক পলাতক রয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।