স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর থানার আয়োজনে আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হকের সঞ্চালনায় বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর সরকারি কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরু উদ্দিন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ্সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানার কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।