মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার দুধ বাজারে কালিপদ অ্যান্ড সন্স নামে একটি তেলের পরিবেশককে গোডাউনে তেল মজুদ রাখার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শুক্রবার (১৩ মে) দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। পরে গোডাউনে মজুদ থাকা ১৩ শ লিটার তীর সয়াবিন তেল জব্দ করে বোতলের গায়ের নির্ধারিত মূল্যে ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ না করায় বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তীর সয়াবিন তেলের পরিবেশক রমজান মাসে আনা ১৩ শ লিটারেরও বেশি গোডাউনে মজুদ করে রেখেছেন। সেই কারণে তীর সয়াবিন তেলের পরিবেশক কালিপদ অ্যান্ড সন্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উচ্চ মুনাফার আশায় প্রতিষ্ঠান এমনটি করেছে। এমন অসাধু ব্যবসায়ীদের জন্যই বাজারে বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে বলে জানান। তিনি বলেন, গত ৪ দিনে জেলার বিভিন্ন বাজার থেকে সাড়ে ৩ হাজার লিটার বোতলজাত তেল জব্দ করা হয়েছে। সেইসাথে ১২টি প্রতিষ্ঠানকে প্রায় ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।