আমার নিউজ ডেস্কঃ
‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। তার বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা গত ১৪ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। এবার নয়া রেকর্ড গড়লো এই সিনেমা।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সারা ভারতে এখন পর্যন্ত ‘কেজিএফ-চ্যাপটার টু’ আয় করেছে ১ হাজার কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১২০০ কোটি রুপির বেশি। ভারতীয় বক্স অফিসে এই কন্নড় সিনেমার আগে রয়েছে রাজামৌলির তামিল সিনেমা ‘বাহুবলী টু’।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, দেশের বক্স অফিসে দ্বিতীয় সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপি আয় করেছে ‘কেজিএফ-চ্যাপটার টু’।
বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা আমির খানের ‘দঙ্গল’। মিস্টার পারফেকশনিস্টের ‘দঙ্গল’ ২ হাজার ২৪ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে রাজামৌলির ‘বাহুবলী টু’র মোট আয় ১ হাজার ৮১০ কোটি রুপি। ‘দঙ্গল’ সিনেমাটি সবচেয়ে বেশি আয় করেছে চীন থেকে। ‘কেজিএফ-চ্যাপটার টু’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ২০২ কোটি রুপির বেশি। এ হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে যশের এই সিনেমা।
উল্লেখ্য, গত ১৬ মে থেকে অ্যামাজন প্রাইমে ‘পে পার ভিউ’ মডেলে দেখা যাচ্ছে ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমাটি।