1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেনঃ
ইভিএমে কোন ত্রুটি আছে কিনা তা সনাক্তে জুনের মধ্যেই বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন।রাজনৈতিক দলগুলোর সামনেই করা হবে পরীক্ষা নিরীক্ষা।নির্বাচন কমিশনার মোঃ আলমগীর এ কথা জানিয়ে বলেছেন, বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেয়া হবে সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে কিনা।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীন,সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

মোঃ আলমগীর আরোও বলেন, এই মুহুর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা আছে তাদের।তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়।এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়।তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে।
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে বলে জানান,কমিশনার আলমগীর হোসেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury