1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

যমুনায় নিখোঁজের ২দিন পর নাসা গ্রুপের মহাব্যবস্থাপক আশ হাবিবের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

নিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেই ব্যক্তির লাশ দুই দিন পর উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে পাটুরিয়া নৌ-থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির নাম আশ হাবিব (৪৩)। তিনি ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত নাসা গ্রুপের মহাব্যবস্থাপক। তাঁর গ্রামের বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায়। স্ত্রী ও ১০ বছরের শিশু ছেলেকে নিয়ে তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় থাকতেন।

নৌপুলিশ, ফায়ার সার্ভিস এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ফেসবুকে শিবালয়ের জাফরগঞ্জ এলাকায় নদী ও প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে হাবিব সেখানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। গত শুক্রবার ছুটির দিন থাকায় তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে সেখানে বেড়াতে যান। বেলা তিনটার দিকে তিনি স্ত্রী শামীমা নাসরিন ও ছেলে অহনকে (১০) যমুনা নদীর তীরে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান। এরপর গতকাল শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জাফরগঞ্জ ও এর আশপাশে যমুনা নদীতে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দলও উদ্ধার অভিযান চালায়। তবে নিখোঁজ হাবিবের সন্ধান পাওয়া যায়নি।

আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল জাফরগঞ্জ এলাকায় ওই ব্যক্তির লাশ ভেসে ওঠলে স্থানীয় লোকজন নদীর তীরে নেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর উদ্ধার করে পাটুরিয়া নৌ-থানার পুলিশ।

পাটুরিয়া নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল থেকে বলেন, স্বজনদের দেওয়া ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে আসছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury