এস এম আকরাম হোসেন ঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক মানিকগঞ্জের ১৪টি শাখায় মোট ২০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে আদায় করা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকার খেলাপি ঋণ।
সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক ঘোষিত মধুমেলা সপ্তাহের সমাপনী দিনে এ ঋণ বিতরণ ও খেলাপী আদায় করা হয়।
ঋণ আদায়-বিতরণ এবং আমানত সংগ্রহের জন্য ১৭ থেকে ২৩ মে পর্যন্ত মধুমেলা সপ্তাহ ঘোষণা করে বাংলাদেশ কৃষি ব্যাংক। মানিকগঞ্জের দৌলতপুর শাখায় ঋণ বিতরণের মাধ্যমে মধুমেলা সপ্তাহ’র সমাপনী ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। এদিন এই শাখায় ৪৫ জন কৃষক ও উদ্যোক্তাকে ১ কোটি ২০ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জামিল হোসেন, ঢাকা বিভাগীয় মহা ব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান, মানিকগঞ্জ মূখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সোহরাব জাকির ও দৌলতপুর শাখার ব্যবস্থাপক হিল্লাল ই সবুর এ সময় উপস্থিত ছিলেন।
মধুমেলা সপ্তাহ’র সমাপনী দিনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন মানিকগঞ্জের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। তিনি গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।