মানিকগঞ্জের দৌলতপুরে নিরাপদ সবজি ও ফল উৎপাদন বিষয়ক কৃষক -কৃষাণীদের নিয়ে ১দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ছে।
আজ ২৫শে মে বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও জাইকা প্রকল্পের অর্থায়নে কৃষি অফিসের হল রুমে ৩৫জন কৃষক -কৃষাণীদের নিরাপদ সবজি ও ফল উৎপাদন বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:রেজাউল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো:রবিন মিয়া, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর কৃস্ত্র বাবু,সমাজসেবা কর্মকর্তা মো:হাবিবুর রহমান ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:হাবিবুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:শাহ আলম,সিনিয়র যুগ্ন সম্পাদক মো:সালমান খান প্রমুখ।