এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার কমিটি ১০ বছর ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে। কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার পত্র দিয়ে নির্বাচন করার তাগিদ দিলেও তারা নির্বাচন দিচ্ছেন না। এতে সাধারণ ডাক্তারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে মঙ্গলবার দুপুরে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে জেলা সিভিল সার্জনের কাছে কির্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জাকির হোসেন,উপ অধ্যক্ষ ডা: ডা: শিশির রঞ্জন দাস, সহকারী অধ্যাপক ডা: মো: আমিনুর রহমান, সহকারী অধ্যাপক ডা: মো: ওসমান গনি, , ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা: কাজী এ,কে,এম রাসেল, ডা: মুহাম্মদ আরিফুর রহমান সহ দেড় শতাধিক ডাক্তারের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর্ণেল মালেক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুর রহমান, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ওসমান গনি, একই কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. মানবেন্দ্র সরকার, আবাসিক সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী একেএম রাসেল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলার সাতটি উপজেলা কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালের শত শত ডাক্তারদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কমিটি ছাড়াই চলছে ১০ বছর। দ্রুত বিএমএ কমিটি গঠনের দাবি জানান ডাক্তাররা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান যে কমিটি রয়েছে সেটির মেয়াদ ২০১২ সালের ১৮ মে শেষ হয়। সর্বশেষ ২০১৭ সালের ২০ মার্চ বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি পত্র মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।
সেই পত্রে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সভার সিদ্ধান্ত ও বিএমএর গঠনতন্ত্রের উপধারা ২৮.১ অনুযায়ী মোতাবেক মানিকগঞ্জ জেলা শাখার মেয়াদ ২০১২ সালে ১৮ মে শেষ হয়েছে। এমতাবস্থায় বিএমএ গঠনতন্ত্রের উপধারা ২৮ অনুসরণ করে পত্র জারির তারিখ থেকে (২০/০৩/২০১৭) চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সেই পত্রের পাঁচ বছর পার হলেও এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না মেয়াদোত্তীর্ণ বিএমএ মানিকগঞ্জ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমএর মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতিসহ অধিকাংশ সদস্য চাকরি থেকে অবসরে গেছেন।
এ ব্যাপারে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. পংকজ কুমার মজুমদার কেন্দ্রীয় কমিটি থেকে একাধিকবার কমিটি গঠনের তাগিদের কথা স্বীকার করেছেন। তবে কী কারণে ১০ ধরে কমিটি গঠন করতে পারছেন না জানতে চাইলে তিনি উল্টো মন্তব্য করেন, কেন্দ্রীয় কমিটিই ছয় বছর ধরে মেয়াদোত্তীর্ণ। জেলা কমিটির মেয়াদ ও নির্বাচনের দাবির কোনো ভিত্তি নেই। এছাড়া তিনি সিভিল সার্জনের কাছে ডাক্তারদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেন।
জেলা সিভিল ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী স্মারকলিপি প্রসঙ্গে জানান, এটি ডাক্তারদের অধিকার আদায়ের ও অভিভাবক সংগঠন। জেলা বিএমএর মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি তার কাছে তুলে ধরা হয়েছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন বলে জানান।