মোঃ মহিদঃ
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে পুলিশি বাধার মধ্যে দিয়া মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং সামগ্রিক দিক নির্দেশনায় মানিকগঞ্জে বিএনপির সংখিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬ মে সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে সংখিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু। জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডঃ আজাদ হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডঃ আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম সজিব, সহ সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জ্যাকী,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল খালেক শুভ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকী ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ ছাত্রদলের নেতাকর্মীদের পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান।