চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তার নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন। তাকে সেখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে দেখা যাবে। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে। নির্মাণ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। গত ২৯ মে মিরপুরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ণ হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বিপ্লব। নিপুণ বলেন, ‘এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন। সবার মাঝে এই বার্তা এবং এর গুরুত্ব ছড়িয়ে দিতেই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হচ্ছে। এখানে আমাকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে দেখা যাবে। সম্পাদনা শেষে বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানা যায়। চলতি বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ভোজ্যপণ্যের বিজ্ঞাপনে নিপুণকে সর্বশেষ দেখা গেছে।