আমার নিউজ ডেস্কঃ
চার দিনের অভিযানে সারা দেশে ১ হাজার ১৪৯টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
সোমবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ঢাকা বিভাগে ২৮৬, চট্টগ্রামে ১৯০, রাজশাহীতে ১৩৫, রংপুরে ১৪, ময়মনসিংহে ১২১, বরিশালে ৬৫, সিলেটে ৩৫ এবং খুলনায় ৩০৩টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
এর আগে রোববার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর তিন দিনে ৮৮২টি অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের তথ্য জানিয়েছিল।
গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।