আল- আমিনঃ
মানিকগঞ্জে বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
আজ মঙ্গলবার বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী,সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা সহ অন্যান্যরা।
মেলায় সার্কাস সহ অর্ধশতাধিক বিভিন্ন পন্যের স্টল রয়েছে।