বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সংলাপ শুরু হয়। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সংলাপে অংশ নিয়েছেন। অপরদিকে, ওয়ার্কার্স পার্টির পক্ষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক উপস্থিত আছেন। এছাড়া, আকবর খান, বহ্নিশিখা জামালী, আনসার আলী দুলাল, আবু হাসান টিপু, মীর মোশাররফ হোসেন মোস্তাক, মাহমুদ হোসেন, এ্যাপোল জামালী সংলাপে উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, এর আগে গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি ও ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে বিএনপি।