মোঃ শফি আলম:
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা ॥মানিকগঞ্জের ঘিওরে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প-৩ পরিদর্শন করলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় নির্মানাধীন আবাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক মুহম্মদ শাহীন ইমরান।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো: মহসীন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহমেদ শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়াল খান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে এই আবাসনে তৃতীয় পর্যায়ের ১৯টি ঘর নির্মানধীন রয়েছ। প্রতিটি ঘরের নির্মান ব্যয় ২ লাখ ৫৯ হাজার টাকা। ঘরগুলো আগামী জুনের ৩০ তারিখ হস্তান্তর করা হবে।