এস এম আকরাম হোসেন ঃ
মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইব) এর সেমিনার কক্ষে আবাসিক ৩ দিনের প্রশিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএফপির মহা পরিচালক স,ম গোলাম কিবরিয়া ।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন, অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান, চ্যানেল আই এর যুগ্ম বার্তা সম্পাদক কল্যাণ সাহা, প্রশিক্ষণার্থীদের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, সহ সম্পাদক বিএম খোরশেদ, সাবেক দপ্তর মানিকগঞ্জ টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: আকরাম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি স,ম গোলাম কিবরিয়া ৩০ জন প্রশিক্ষর্ণাথী সংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ ক্লাবের সংশ্লিষ্ট উপজেলা ক্লাবের সদস্যরাও এ প্রশিক্ষণ নেয়। গত ৪ তারিখে শুরু হয়ে ৬ জুন প্রর্যন্ত এ প্রশিক্ষণ ।
সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উপাদান সংবাদমূল্য ও সংবাদ চেতনা। সংবাদিককতায় প্রযুক্তির জন্য মোবাইল সাংবাদিকতার ধারণ ও কলাকৌশল। আনুসন্ধানী সাংবাদিকতা। ফিচার সম্পর্কিত ধারণা ও লেখার কলাকৌশল। তথ্য অধিকার আইন, ভুয়া সংবাদ, গুজব ও সাংবাদিকতার ফ্যাক্টচেকের ধারণা। কলাকৌশল, শুদ্ধাচার বাস্তবায়ন ও সাংবাদিকদের নীতি-নৈতিকতার প্রশিক্ষণ দেন।
চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর মাশরুর জামান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট ও মোবাইল সাংদিকতা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডঃ কাবিল খান, এমআরডিআই এর রিসোর্স পার্সন বদরুদ্দোজা বাবু, দৈনিক আজকের পত্রিকার উপসম্পাদক জাহিদ রেজা নূর, পিআইবির পরিচালক (প্রশাসন/অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ এই প্রশিক্ষণ দেন।
|
|||||