এস এম আকরাম হোসেন ঃ
শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম।
এছাড়া তিনি ২০১৯ সালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ও একই বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে পি.এইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই ছেলের জনক। তার স্ত্রী ঢাকার একটি স্বনামধন্য কলেজে অধ্যাপনা করছেন।
তিনি ১৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন সদস্য হিসেবে সিভিল সার্ভিস শুরু করেন। টাঙ্গাইলের সা’দত কলেজ, সরকারি জগন্নাথ কলেজ, জামালপুরেরর সরকারি আশেক মাহমুদ কলেজ, ঢাকা কলেজ, দিনাজপুর সরকারি কলেজে এবং ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ কর্মরত ছিলেন।তিনি চলতি বছরের পহেলা মার্চ থেকে অধ্যক্ষ পদে পদায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারী দেবেন্দ্র কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মো: রেজাউল করিম বলেন, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর প্রতিযোগিতায় আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। আমি যেন আরও দায়িত্ববান হয়ে গুনগত শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এসডিজি অর্জনে ভূমিকা রাখতে পারি ও দেবেন্দ্র কলেজকে দেশের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। তিনি এর জন্য সকলের দোয়া কামনা করেন।