এস এম আকরাম হোসেন ঃ
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা ও কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষকরা।
আজ ১২ জুন রবিবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজের সামনে সরকারি দেবেন্দ্র কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাজাদি আজিজা রায়হান,বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সরকারি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ইরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খায়রুজ্জামান রাসেল সহ অন্যান্যরা।
মানববন্ধন বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও জরিতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।