নুসরাত জাহান তনিমাঃ
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা পরোক্ষ সহযোগিতায় এবং সার্বিক দিক নির্দেশনায় বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ ১৩ জুন সোমবার সকালে দলীয় কর্যালয়ের সামনে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবুর সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু,সহ সভাপতি মতিউর রহমান, ,সদর উপজেলা যুবদলের প্রথম যুগ্ন আহবায়ক জাকির হোসেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিব রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক শুভ সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রব্য মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জোর দাবী জানান।
সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।