দীপক সূত্রধর, মানিকগঞ্জ সদর প্রতিনিধিঃ
মানিকগঞ্জে বাঁধন এর রজতজয়ন্তী উপলক্ষে বিনামূল্যে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
আজ মঙ্গলবার দুপুরে সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ভবনের সামনে বাঁধনের আয়োজনে ও সরকারি মহিলা কলেজের সার্বিক সহযোগিতায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবু বকর ছিদ্দীক মোল্লা, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাফর ইকবাল, প্রভাষক সৈয়দ রাহিমুর রহমান মহৎ, বাধন সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের সভাপতি এস,কে নাহিদ মনির, সাধারণ সম্পাদক দীপক সূত্রধর, নুসরাত জাহান খান, ইমা আক্তার,সানঞ্জু হক,মারিয়া, আল আমিন, উজ্জ্বল, সোহাগ আজিজুল, মাহফুজ সহ অন্যান্যরা।
এই রক্তদান কর্মসূচিতে সরকারি মহিলা কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সভায় বক্তারা বলেন, জরুরী রক্তের প্রয়োজনে অনেক সময় মুমূর্ষু রোগীরা মানুষ মারা যায়। রক্তের প্রাদানের স্বেচ্ছাসবী সংগঠন বাধনের ছেলে মেয়েরা মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচান। কলেজের শিক্ষার্থীরা আড্ডা না দিয়ে জরুরি প্রয়োজনে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর মহতী কাজ করছে এটা প্রশাংসার দাবীদার। পরিশেষে বাঁধন সংগঠনের সফলতা কামনা করেন।