এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জে আইনজীবী বন্ধু (এস.এস.সি-৯৮) ৫ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন শনিবার আইনজীবী বন্ধু (এস.এস.সি-৯৮) ৫ম মিলনমেলার আহবায়ক কমিটির দিক নির্দেশনায় মানিকগঞ্জ জেলার আইনজীবী ৯৮ ব্যাচের শতাধিক আইনজীবীর অংশ গ্রহণে এক বর্নাঢ্য মিলনমেলার আয়োজন করে।
এই ৫ম মিলনমেলার আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান। আহবায়ক কে কেন্দ্রীয় ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এ্যাড আব্দুল্লাহ আল মামুন,ব্যারিস্টার খররুম শাহ্ মুরাদ,এ্যাড কায়েস, এ্যাড তানি, এ্যাড আসিফ প্রমুখ এবং মানিকগঞ্জ আয়োজনে ছিল এ্যাড মোঃ সেলিম হোসেন, সালেহীন রনি, মোঃ শফিকুল ইসলাম, দীন ইসলাম প্রমুখ।
মিলনমেলার প্রথম পর্বের আয়োজনে ছিলো মানিকগঞ্জের সাটূরিয়া বালিয়াটি জমিদারবাড়ি পরিদর্শন ও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা এবং আইনজীবীদের গ্রুপ ফটোশেষন।পরবর্তীতে মানিকগঞ্জ বেউথার কালিগঙ্গা নদীর ব্রিজ পরিদর্শন, কালিগঙ্গা নদীর পাড়ে গড়ে উঠা গাঙ রেষ্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের পর আনন্দ উল্লাসে নতুন পানিতে নৌকা ভ্রমণ।
দ্বিতীয় পর্বে বিশেষ আলোচনায় আন্তরিক অগ্রযাত্রা সহ বিভিন্ন বিষয় তথা গেজেটের মাধ্যমে আইনজীবী সুরক্ষা আইন প্রনয়ণের দাবি ও গরীব দুস্থ অসহায় মানুষদেরকে ৯৮ ব্যাচের আইনজীবী বন্ধুদের মাধ্যমে সারা দেশে আইনি সহায়তা প্রদান করা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান,কৌতুক, বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে বিভিন্ন কেটাগরিতে পুরুস্কার পান এ্যাড জাহাঙ্গীর, আনিসুর রহমান, মুনমুন নাহার,নদী, তামান্না প্রমুখ।
সন্ধ্যায় মানিকগঞ্জ বন্ধুদের সান্ধ্যকালীন নাস্তার মধ্য দিয়ে শেষ হয় ৫ম মিলনমেলা। মানিকগঞ্জ আইনজীবী বন্ধুদের আতীথিয়তায় বাংলাদেশের বিভিন্ন বার হইতে আগত অংশগ্রহণকারী আইনজীবী বন্ধু (এস.এস.সি) ব্যাচের বন্ধুরা মুগ্ধ হয়।