অভি হাসান :
মানিকগঞ্জ শহরে নম্বর বিহীন ব্যাটারি চালিত প্রবেশের অনুমতি না থাকা সত্বেও অবাধে শহরে প্রবেশ করছে নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজিবাইক ।
ফলে শহর প্রবেশে অতিরিক্ত যানবাহনে তৈরী হচ্ছে বাড়তি যানজোটের। ট্রাফিক পুলিশ চেকপোষ্ট বসিয়ে শহরে চলচলরত নম্বর বিহীন চল্লিশটি ইজিবাইক জব্দ করা করেছে। এসময় সময় ট্রাফিক পুলিশ পরিদর্শক ও সার্জেন্টরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক আজ থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে চল্লিশটি ইজিবাইক জব্দ করা হয়েছে বলে জানান সার্জেন্ট রাকিব হোসেন ।
অভিযানের বিষয়ে জেলার টি আই (এডমিন)কে.এম. মিরাজ উদ্দিন বলেন, এখন থেকে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।