স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান শীর্ষক আলোচনা এবং জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ জুন) সকালে মানিকগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন কার্যালয়ে ইসলামিক ফাউণ্ডেশন আয়োজিত দিনব্যাপী এই ইমাম সম্মেলনে অংশ নেন উপজেলা ইমাম সম্মেলনের মাধ্যমে বাছাইকৃত প্রতি উপজেলা থেকে ২০ জন করে জেলার মোট ১৪০জন ইমাম।
ইসলামিক ফাউণ্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ইমাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিআই ইউনিভার্সিটির পরিচালক ড. মোঃ ফারুক হোসেন।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ড. মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত অতিরিক্ত উপ-পরিচালক আফতাব উদ্দীন মাহবুব, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মুরছাল এবং মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলম।
সম্মেলনে অংশগ্রহণকারী ইমামদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে একজন ইমামকে জেলার শ্রেষ্ঠ ইমাম বাছাই করা হয়েছে। এছাড়া, একজন ইমামকে শ্রেষ্ঠ খামারি নির্বাচিত করা হয়।
কোন জমি যাতে পতিত না থাকে এবং সকলেই যাতে আত্মনির্ভরশীল কাজে নিয়োজিত থাকে সে ব্যাপারে সকলকে সচেতন করতে ইমামদের প্রতি আহবান জানান অতিথি ও প্রশিক্ষকবৃন্দ।