আমার নিউজ ডেক্স,
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বিএনপিকে। বুধবার (২২ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দাওয়াত কার্ড দিয়ে গেছেন। সৌজন্যতার খাতিরে তা আমরা গ্রহণ করেছি। কতজন এবং কাকে দাওয়াত দেওয়া হয়েছে জানতে চাইলে এই নেতা বলেন, এটা নিয়ে আমাদের আগ্রহ নেই। আমন্ত্রণপত্র খুলে দেখা হয়নি। তাই কয়জনকে বা কাকে দাওয়াত দিয়েছে তা জানি না। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, সরকারি একজন কর্মকর্তা এসেছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াত কার্ড নিয়ে। তার মানে হচ্ছে কোন দল নয়, সরকারের পক্ষ থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কি না- জানতে চাইলে খোকন বলেন, দলের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা আপনারা জানতে পারবেন।