কবিতা (বাবা)
এ্যাডভোকেট জাকিয়া সুলতানা , মানিকগঞ্জ।
বাবা মানে আমার কাছে
হাজার শাসন বারণ,
বাবা মানে এড়িয়ে চলো
ছলচাতুরীকরন।
বাবা মানে honestly
আর বুদ্ধি রেখে চলো,
বাবা মানে সবসময়ই
সত্য কথা বলো।
বাবা মানে সহস্রবার
নিয়মনীতি মানো,
বাবা মানে জীবন টা
মূল্য দিতে জানো।
বাবা মানে স্বপ্ন দেখ
জীবন টা কে গড়ো,
বাবা মানে বংগবন্ধুর আদর্শকে
শক্ত করে ধরো।
বাবা মানে শেখ মুজিবের
প্রশংসাতেই খুশি,
বাবা মানে দেশ গড়াতে
শেখ মুজিবের অবদানই বেশি।