অভি হাসানঃ
পদ্ম সেতু উদ্বোধনে মাওয়া রোডে ট্রাক লরি চলাচলে দুই দিন বন্ধ ঘোষণায় ও পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত, ট্রাক বাসের দীর্ঘ সারি।
আগামীকাল পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এ কারণে মাওয়াগামী ট্রাক,লরি চলাচলের উপরে বন্ধ ঘোষণা করা হয়েছে।সেই সাথে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময়ে লাগছে।তাছাড়া সাপ্তাহিক ছুটির কারণেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপও কিছুটা বেড়েছে। এসব কারণে পাটুরিয়া প্রান্তে পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি মিলিয়ে ৬০০ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পন্যবাহী ট্রাকের চালক ও সহকারীরা। গতো দুই তিন ধরে পাটুরিয়া এসে বসে আছেন অনেক চালকেরা।
ঘোড়াশাল থেকে সিমেন্ট নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন ট্রাকচালক সেলিম মন্ডল। তিনি বলেন, গত বুধবার ভোরের দিকে ট্রাক নিয়ে এসে মানিকগঞ্জের শিবালয়ের উথলী মোড়ে আটকা পড়েন। আজ শুক্রবার বিকেল পর্যন্ত তিনি ফেরির টিকিট পাননি।
তারই সহকারী রাসেল বলেন, দুই দিন ধরে ঘাটে আটকে আছি। নিজের পকেটের টাকা খরচ করে ঘাটেই খাওয়াদাওয়া করছি।
ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের প্রতিকূলে ফেরিগুলোকে বাড়তি পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতিতে ফেরিতে নদী পার হতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে। তবে এখন স্বাভাবিক সময়ের চেয়ে কম পক্ষে ৪০ মিনিট বেশি সময় লাগছে। এ কারণে ফেরির ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় যানবাহন পারাপারে আগের চেয়ে কম হচ্ছে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২৪০-২৫০ ট্রিপ হয়ে থাকে। তবে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৯০ থেকে ২০০টিতে।
পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট রাকিব হোসেনের সাথে কথা হয় রাত ৯ টার দিকে তিনি বলেন, ‘আজ সকাল থেকে পাটুরিয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে সব চেয়ে বেশি। এর মধ্যে দুপুর ১২টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালে দুই শতাধিক, টার্মিনাল থেকে নবগ্রাম বাজার পর্যন্ত তিন শতাধিক এবং উথলী মোড় এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এ ছাড়া মধ্যে রাত থেকে পণ্যবাহী ও লংরোডের গাড়ি আরো বাড়বে। তিনি আরও যোগ করেন হয়তো আগামী রবিবার থেকে যানবাহনের চাপ হয়তো কমে যাবে’।