হাসান সিকদার, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন ও ০২ (দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান=১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা উদ্ধারসহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে পুলিশ ।
আজ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই/হাকিম মোল্লা এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন শোলধারা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোসাঃ মর্জিনা (৪৭),২। আঃ কুদ্দুস (৫২),দ্বয়কে ০২ (দুই) কেজি গাঁজাসহ আটক করেন।
একই তারিখ অপর একটি অভিযানিক দল এসআই/মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিংগী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তোলা মিয়া ওরফে তুলা মিয়া (৫৬),কে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন।