অভি হাসানঃ
বেগম সুফিয়া কামাল আসবে আরিচা ঘাটে! শনিবার পদ্মা সেতু উদ্বোধনের গতকাল রোববার সকল যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এদিন শিমুলিয়াঘাট ছিল প্রায় ফাঁকা। গতকাল শিমুলিয়াঘাটে কোনো গাড়ি যায়নি। ফেরিগুলো ঘাটে অলস থেমে ছিল। ঘাটে যারা কাজ করেন, তাঁদের দিন কাটে অলসভাবে।
পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাট প্রায় ফাঁকা। প্রাথমিকভাবে এই রুট থেকে দুটি ফেরি অন্যত্র সরে যাচ্ছে। ধীরে ধীরে বাকি ছয়টি ফেরিও অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
প্রাথমিকভাবে দুটি ফেরি সরে যাবে শিমুলিয়া-মাঝিরকান্দি রুট থেকে। আরিচা-কাজিরহাট ঘাটে চলে আসবে সুফিয়া কামাল ফেরিটি। আজ অথবা আগামীকাল সুফিয়া কামাল চলে আসবে আরিচা ঘাটে আর বেগম রোকেয়া ফেরিটি যাবে চাঁদপুর-শরীয়তপুর রুটে।
আরিচা-কাজীরহাট রুটে এত দিন প্রয়োজনের তুলনায় ফেরির সংখ্যা কম ছিল বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়। তাই এই রুটে ফেরির সংখ্যা বাড়াতে দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা। আর তাই এই রুটে আরো একটি ফেরি যুক্ত হচ্ছে।